Thermodynamics এর zero'th law অনুযায়ী ২টা বস্তু ৩য় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যবস্হায় থাকলে ওই ২টা বস্তুও একেঅপরের সাথে তাপীয় সাম্যবস্হায় থাকবে। সুতরাং, পানি হোক, আলুমিনিয়াম হোক বা যেকোন পদার্থই হোক না কেন, সেগুলো রেফ্রিজারেটের সাথে same temperature এ থাকবে।