উষ্ণতার পার্থক্যের কারনে যে শক্তি এক বস্তু থেকে অন্য বস্তুতে সঞ্চালিত হয় তাকে তাপ বলে। অথবা যে শক্তি ঠাণ্ডা বা গরমের অনুভূতি জোগায় তাকে তাপ বলে।
তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর তাপীয় অবস্থা যা অন্য কোনো বস্তুর সংস্পর্শে আসলে বস্তুটি তাপ দিবে না নিবে তা নির্ধারণ করে।
এক কথায়, তাপ হচ্ছে তাপমাত্রার কারন আর তাপমাত্রা হচ্ছে তাপের ফলাফল।