বাংলাদেশের সবচেয়ে বড় বিজ্ঞান প্রশ্নোত্তর সাইটে আপনাকে স্বাগতম।
নিম্নলিখিত নিয়মগুলো আপনাকে কোনো প্রশ্ন কিংবা উত্তর এখানে পোস্ট করতে সাহায্য করবে। তাই আপনি কোনো প্রশ্ন বা উত্তর জানতে চাইলে অবশ্যই নিচের নিয়মগুলো পড়ুন। কাঙ্ক্ষিত উত্তর জানতে প্রশ্নের উপর ক্লিক করুন।
Science Bee Q&A ওয়েবসাইটটি হলো বিজ্ঞানভিত্তিক প্রশ্নোত্তর সম্বলিত একটি মাধ্যম। এই ওয়েবসাইটটি অবশ্যই কোনো আলোচনা করবার জন্যে নয়, বরং সুষ্ঠু স্বাভাবিক অবস্থা বজায় রেখে কোনো প্রশ্নের উপযুক্ত উত্তর সরবরাহ করাই আমাদের উদ্দেশ্য। তাই আমাদের সায়েন্স বি টিমের মান অক্ষুণ্ণ রাখতে বিতর্কমূলক কোনো আলোচনা এবং উত্তর দেওয়া থেকে বিরত থাকুন।
ওয়েবসাইটের কোনো প্রশ্নে কিংবা উত্তরে ভোট দেওয়া হলে যিনি এই প্রশ্ন এবং উত্তরটি পোস্ট করেছিলেন, তিনি পয়েন্ট অর্জন করবেন। এ পয়েন্ট সিস্টেম মূলত পয়েন্ট অর্জনকারীদের ব্যাপারে এক প্রকার মেজারমেন্ট হিসেবে কাজ করে থাকে। পয়েন্ট সিস্টেমের ওপর ভিত্তি করেই প্রশ্নকারী এবং উত্তর প্রদানকারীকে তার কাজের পুরস্কার প্রদান করা হয়।
উদাহরণস্বরূপ, আপনি যদি আকর্ষণীয় কোনো প্রশ্ন এবং উত্তম উত্তর প্রদান করেন, তবে সেক্ষেত্রে ভিউয়ার্সরা আপভোট প্রদান করবে এবং আপনিও পয়েন্ট অর্জন করতে পারবেন। অন্যদিকে, আপনার করা প্রশ্ন বা উত্তর অপ্রাসঙ্গিক অথবা বিভ্রান্তিকর ঠেকলে সেক্ষেত্রে ভিউয়ার্সরা ডাউন বা নিম্ন ভোট প্রদান করবে। নিম্নলিখিত নিয়মানুযায়ী ব্যাবহারকারীর ক্রিয়াকলাপের দরুন পয়েন্ট অর্জনের ব্যাপারটি উল্লেখ করা হলো-
• প্রশ্ন পোস্ট করলে: ২০ পয়েন্ট
• আপনার প্রশ্নের জন্য একটি উত্তর নির্বাচিত হলে: ৪০ পয়েন্ট
• আপনার প্রশ্নের উত্তর একটি ঊর্ধ্ব ভোট পেলে: ১০ পয়েন্ট
• আপনার প্রশ্নের উত্তর একটি নিম্ন ভোট পেলে: -১০ পয়েন্ট
• প্রত্যেক প্রশ্নের ওপর ঊর্ধ্ব ভোটের সীমার শুরু: ১০০ পয়েন্ট
• প্রত্যেক প্রশ্নের ওপর নিম্ন ভোটের সীমার শুরু: -৩০ পয়েন্ট
• উত্তর পোস্ট করলে: ৪০ পয়েন্ট
• আপনার পোস্ট করা উত্তরটি সর্বোত্তম নির্বাচিত হলে: ২০ পয়েন্ট
• আপনার উত্তরের ওপর প্রত্যেকটি ঊর্ধ্ব ভোটের জন্য: ১০ পয়েন্ট
• আপনার উত্তরের ওপর প্রত্যেকটি নিম্ন ভোটের জন্য: -১০ পয়েন্ট
• প্রত্যেক উত্তরের জন্য ঊর্ধ্ব ভোটের সীমার শুরু: ২০০ পয়েন্ট
• প্রত্যেক উত্তরের জন্য নিম্ন ভোটের সীমার শুরু: -৫০ পয়েন্ট
• প্রত্যেক কমেন্টে ঊর্ধ্ব ভোটের সীমা: ০০ পয়েন্ট
• প্রত্যেক কমেন্টে নিম্ন ভোটের সীমা: ০০ পয়েন্ট
• কোনো প্রশ্নে ঊর্ধ্ব ভোট দিলে: ১০ পয়েন্ট
• কোনো প্রশ্নে নিম্ন ভোট দিলে: ১০ পয়েন্ট
• কোনো উত্তরে ঊর্ধ্ব ভোট দিলে: ১০ পয়েন্ট
• কোনো উত্তরে নিম্ন ভোট দিলে: ০০ পয়েন্ট
• নতুন সদস্য হলে পাবে: ১০০ পয়েন্ট
উপরে উল্লিখিত ক্রিয়াকলাপের মাধ্যমে প্রত্যেকে উক্ত পয়েন্টসমূহ অর্জন করতে পারবে।
ওয়েবসাইটের প্রোফাইলে প্রদর্শিত ছবিটিকেই গ্র্যাভাটার(Gravatar) বলা হয়।
এটি কিভাবে কাজ করে: প্রথমে gravatar.com ওয়েবসাইটে আপনার পছন্দমত প্রোফাইল পিকচার আপলোড করতে হবে। পরবর্তীতে আমরা সেখান থেকে আপনার ইমেইল আইডির ভিত্তিতে "ক্রিপ্টোগ্রাফিক কী" ব্যবহার করে আপনার ছবি নিয়ে নেবো।
ফলে এভাবে সমস্ত ওয়েবসাইটে আপনার পোস্টগুলোর পাশেই প্রোফাইল পিকচারটি প্রদর্শিত হবে এবং আপনার ইমেইল আইডিও প্রাইভেট থেকে যাবে।
তাই দেরি না করে আপনার প্রোফাইলে পছন্দমত পিকচার অ্যাড করে নিবন্ধন করুন। তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যে ইমেইল অ্যাড্রেসটি ব্যবহার করে আপনি আমাদের ওয়েবসাইটে নিবন্ধন করেছেন, একই ইমেইল অ্যাড্রেস ব্যবহার করে আপনি gravatar.com ওয়েবসাইটে প্রোফাইল পিকচার আপলোড করবেন।
আমাদের সায়েন্স বি টিমকে আরো এক ধাপ এগিয়ে নিতে আপনার কোনো উপদেশ থাকলে অবশ্যই তা আমাদের ফিডব্যাক ফর্মে জানাতে ভুলবেন না।