বল লাইটনিং দেখতে অনেকটা জাম্বুরার মতো। আকাশে বিজলী চমকানোর দশ সেকেন্ড পর এর শব্দ ভূমিতে পতিত হয়। অনেকেই জানিয়েছেন যে তারা ঝড়ের সময় বল আকৃতির ঘূর্ণায়মান বজ্রপাত দেখতে পেয়েছেন।
প্রশ্ন জাগতে পারে এরূপ হওয়ার কারণ কি? বিগত কয়েক দশক পর্যন্তও বিজ্ঞানীদের এটা সম্পর্কে পর্যাপ্ত ধারনা ছিলো না। ২০১২ সালে প্রথম বারের মতো এই বজ্রপাতটি ক্যামেরার জালে ধরা পড়ে এবং এরপর থেকেই এটি নিয়ে বিজ্ঞানীরা নানান গবেষণা করেন। সাম্প্রতিক সময়ে অপটিক জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রে এসেছে যে গোলাকৃতির এই শেল অত্যন্ত সংকুচিত বাতাস দ্বারা পরিপূর্ণ থাকে যার কারণে সাদা আলো সমস্ত দিক দিয়ে ঘূর্ণায়মান হয়ে যায়। এ কারণেই অনেকের কাছে মনে হয় যে আকাশে কোন বল দোল খাচ্ছে। গবেষকরা লক্ষ্য করেছে যে এই বিদ্যুতের তীব্রতা প্রায় এক বিলিয়ন গুণ বেশি।