মনে করেন , আপনি একটি ১০০০kg ভরের একটি পাথরকে ধাক্কা দিলেন , মানে পাথরের উপর কিছুটা বল প্রয়োগ করলেন কিন্তু পাথরের ভর বেশি হওয়ায় পাথরটিকে সরাতে পারলেন না , কোনো ত্বরণ সৃষ্টি করতে পারলেন না । অর্থাৎ ত্বরণের পরিমাণ ০ ।
এখন,
m= 1000kg
a= 0 m/s²
F=ma সূত্রানুসারে ,বল F=0 N
কিন্তু আপনি যে পাথরের উপর বল প্রয়োগ করেছেন ঐটা কোথায় গেল ???