নিউটনের জড়তার সুত্র বলে, কোন বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ না করা হলে বস্তুর গতিবেগের কোনো পরিবর্তন হবে না।
অর্থাৎ বাহ্যিক বল প্রয়োগ করার কারনেই বস্তুর বেগের মান ও দিকের পরিবর্তন ঘটে। যদি কোনো বস্তুর ওপর প্রযুক্ত বল শুন্য হয় তবে সেটির বেগ ধ্রুব হবে এবং বাহ্যিক বল প্রয়োগ না করা পর্যন্ত বেগ ধ্রুব থাকবে।