আমরা জানি নিউটনের সূত্র অনুযায়ী
F=mg অর্থাৎ, বল=ভর × ত্বরণ
ত্বরণটি অভিকর্ষজ ত্বরণও হতে পারে। ভূপৃষ্ঠের অভিকর্ষ বলের প্রভাবে যে ত্বরণ সৃষ্টি হয় বা ওই প্রভাবে বস্তুর পতিত হবার বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে। অভিকর্ষজ ত্বরণের সার্বজনীন মান 9.8
বলের একক নিউটন। এক্ষেত্রে, F=1 N ; g= 9.8
সুতরাং, m= F/g =1/9.8=0.1012 kg
ত্বরণের কমবেশি হবার কারণে তারতম্য হতে পারে। কিন্তু ভূমি থেকে ওঠানোর জন্য ১ নিউটন বল প্রয়োগে ০.১০১২ কেজির বস্তু তোলা সম্ভব।