আমি একটি উপন্যাস লিখছি, যার জন্য কিছু তথ্য সংগ্রহের প্রয়োজন বোধ করছি। গুগলে সার্চ করলাম, ফ্লাইটে আমেরিকা থেকে বাংলাদেশ আসতে ১৬ ঘণ্টার মতো সময় লাগে। আবার একজনের আর্টিকেল থেকে জানতে পারলাম তিনি মাত্র নয় ঘণ্টার বিডি টু ইউএস ভ্রমণ করলেন। এবং সূর্যের ঘূর্ণনের হিসেবে প্রায় বাইশ ঘণ্টা অতিবাহিত হয়েছে। ব্যাপারটা নিয়ে আমি কিছুটা কনফিউজড।
আমেরিকা টু বাংলাদেশ এবং আমেরিকা টু ইংল্যান্ড, এই দুই যাত্রায় আসলে বিমানে করে ভ্রমণে কত ঘণ্টা সময়ে পৌঁছুনো যায় জানলে উপকার্য হবো। ধন্যবাদ ❤️