সময় একটি ধারণা এবং এটা অবস্থানভেদে আলাদা আলাদা হয়ে থাকে তাই সময়কে আপেক্ষিক বলা হয়। অর্থাৎ মহাকাশের একপ্রান্তে সময় যেরকম থাকবে অন্যপাশে সেরকম থাকবেনা, সময়ের মানের তারতম্য থাকবে।
সময় যেহেতু আপেক্ষিক তাই বলা যায় আমাদের চারপাশে বস্তুর নড়াচড়া ( Movement) দেখেই সময় নির্ণয় করা হয়। অর্থাৎ বস্তুর নড়াচড়া করাটাই হলো সময়। বিগব্যাং এর পর থেকে সময় তার অস্তিত্ব পায়। কেননা তার আগে কোন বস্তুর নড়াচড়া করা সম্ভব ছিলনা। ১৩.৫ বিলিয়ন বছর আগের এই মহা বিস্ফোরণের মাধ্যমেই সময়ের যাত্রা শুরু হয়। বিজ্ঞানীরা এমনটাই ধারণা করেন।