যেহেতু আলোর গতি ঘড়ি ও মাপনদণ্ড দিয়ে মাপা হয় এবং আপনি যত জোরেই ছুটুন না কেন আলোর গতি যেহেতু সব সময় ধ্রুব রাশি, কাজেই আলোর গতিবে ধ্রুব রাখতে হলে স্থান ও কাল অবশ্যই বিকৃত হয়ে যেতে হবে।
তার মানে, আপনি যদি দ্রুত ধাবমান কোনো স্পেসশিপে থাকেন, তাহলে তার ভেতরের ঘড়িগুলোর স্পন্দন পৃথিবীর ঘড়িগুলোর তুলনায় ধীরগতির হবে। যত জোরে ছুটবেন, সময় তত বেশি ধীর হয়ে যাবে। আইনস্টাইনের বিশেষ আপেক্ষিকতা তত্ত্বে এই পরিঘটনা বর্ণনা করা হয়। কাজেই প্রশ্ন ওঠে, সময় আসলে কী?—তা নির্ভর করবে কতটা জোরে ছুটছেন, তার ওপর। - দ্য গড ইকুয়েশন