আগে বুঝতে হবে কোন বস্তুর একই গতি কে দ্রুত বা ধীরে দেখায় কেন? একটা বস্তু যে গতিতে ১ মিটার পথ অতিক্রম করেছে, একই গতিতে ৬ মিটার পথ অতিক্রম করতে সময় বেশি প্রয়োজন সুতরাং আমরা বস্তু টিকে বেশি সময় পর্যন্ত দেখি যার ফলে ধীর মনে হয়।অন্য দিকে ১ মিটার পথ অতিক্রম করতে সময় কম প্রয়োজন সুতরাং কম সময় দেখি যার ফলে বস্তু টিকে দ্রুত চলেযেতে দেখি।
প্লেনের ক্ষেত্রে যেহেতু আমরা প্লেন টিকে অনেক দুরে বেশি পরিমান যায়গা জুড়ে দেখি এবং বেশি সময় পর্যন্ত দেখি তাই এটি ধীর মনে হয়।
প্লেন যদি নিজ থেকে যায় তালে অল্প পরিমান যায়গা জুড়ে দেখি এবং কম সময় পর্যন্ত দেখি তাই এটি দ্রুত মনে হলেও দুটির গতি সমান থাকে।
আসা করি উত্তর টা পেয়েছেন।