পরিণত শুক্রাণু শুক্রাশয় ভেদ করে ডিম্বাণুর সন্ধানে পানিতে ঝাঁকে ঝাঁকে সাঁতরায়। তবে খুব বেশিক্ষণ সাঁতার কাটার সুযোগ এদের হয় না। ২৪-৪৮ ঘণ্টার মাঝে ডিম্বাণুকে নিষিক্ত না করতে পারলে এরা বিনষ্ট হয়ে যায়। এদিকে কয়েকদিনের মাঝে নিষিক্ত না হলে ডিম্বাণুও নষ্ট হয়ে যায়। কিন্তু কেউ কি আর নিজে থেকে নষ্ট হয়ে যেতে চায়, বল? তাই তো নিষেকের উদ্দেশ্যে এক ঝাঁক শুক্রাণু ডিম্বাণুকে ঘিরে ধরে। এদের মাঝে অল্প কয়েকটি শুক্রাণু শুধু ডিম্বাণুর আবরণ ভেদ করতে পারে। আর মাত্র একটি শুক্রাণুর নিউক্লিয়াসই ডিম্বাণুর নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে নিষেক সম্পন্ন করে। নিষেকের মাধ্যমে গঠিত হয় একটি ডিপ্লয়েড জাইগোট।