Hydra -র দেহের কেন্দ্রে অবস্থিত ফাকা গহ্বরকে সিলেণ্টেরন বলে।
এটি গ্যাস্ট্রোডার্মিসে পরিবৃত থাকে। এতে খাদ্যের বহিঃকোষীয় পরিপাক ঘটে এবং খাদ্যসার, শ্বসন ও রেচন পদার্থ পরিবাহিত হয় বলে একে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বা পরিপাকসংবহন গহ্বর বলা হয়।
কর্ষিকায় সিলেণ্টেরণ প্রসারিত থাকে বলে এগুলাে ফাঁপা হয়। দেহের উপরিভাগে অবস্থিত একমাত্র মুখছিদ্রের মাধ্যমে সিলেস্টেরন বাইরে উন্মুক্ত হয়।