হাইড্রার খাদ্য: বিভিন্ন পতঙ্গের লার্ভা, সাইক্লপস (Cyclops), ড্যাফনিয়া (Daphnia), ছোট ছোট কৃমি, অ্যানেলিডা (Annelida) পর্বের প্রাণী ও মাছের ডিম। তবে এদের প্রধান খাদ্য হল আর্থ্রোপোডা (Arthropoda) পর্বের ছোট ছোট প্রাণী। হাইড্রার খাবারের ধরন দেখেই বোঝা যায় এরা মাংশাসী প্রাণী।
খাদ্য গ্রহণ পদ্ধতি:
ক্ষুধার্ত হাইড্রা শিকারের উদ্দেশ্যে বসে থাকে। যেই না শিকার কাছে আসে অমনি তার কর্ষিকার নেমাটোসিস্টগুলো উদ্দীপ্ত হয়ে উঠে। আর যদি ভুল করে একবার শিকার ঐ কর্ষিকা স্পর্শ করে ফেলে, তবেই কাজ সেরেছে। সাথে সাথে নানা ধরনের নেমাটোসিস্ট সূত্র নিক্ষিপ্ত হয়। এদের মাঝে-
– ভলভেন্ট নেমাটোসিস্ট শিকারকে জড়িয়ে ধরে।
– গ্লুটিন্যান্ট নেমাটোসিস্টগুলো আঠালো রস ক্ষরণ করে শিকারকে আটকে রাখে
– স্টিনোটিল নেমাটোসিস্ট শিকারকে জড়িয়ে ধরে। নেমাটোসিস্ট শিকারের দেহে হিপনোটক্সিন ঢুকিয়ে এদের অবশ করে ফেলে।
কর্ষিকা শিকারকে মুখের কাছে নিয়ে আসে। মুখের চারপাশ থেকে নিঃসৃত হয় মিউকাস। সেই মিউকাসে পিচ্ছিল হয়ে আর হাইপোস্টোম ও দেহপ্রাচীরের সংকোচন-প্রসারণে খাবার পৌঁছায় সিলেন্টেরনে।