এসিড বৃষ্টির ধারণা কমবেশি প্রায় সবার মধ্যেই আছে। কিন্তু, এসিড বৃষ্টির মতো এসিড তুষারপাতও কি সম্ভব?
উত্তর হচ্ছে হ্যাঁ, সম্ভব। এসিড তুষার ঠিক সেভাবেই উৎপন্ন হয় যেভাবে এসিড বৃষ্টি সৃষ্টি হয়। এর সবটাই শুরু হয় যখন কলকারখানায় দহনকৃত জৈব জ্বালানী থেকে নির্গত সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড পরিবেশে উন্মুক্ত হয়। এই গ্যাসগুলো বায়ুমন্ডলে মেঘের ক্ষুদ্র ক্ষুদ্র পানিকণার সাথে বিক্রিয়া করে সালফিউরিক এসিড ও নাইট্রিক এসিড উৎপাদন করে। মেঘের এই পানিকণা শেষ পর্যন্ত বৃষ্টি হয়ে ভূ-পৃষ্ঠে পতিত হয়, বা যদি আবহাওয়া বেশি শীতল হয় তবে বরফ হিসেবে পতিত হয়।
এসিড তুষারপাত তুলনামূলক বেশি ক্ষতিকর হতে পারে, কারণ এটি গলে এসিড মিশ্রিত পানি নির্গত হওয়ার পূর্বেও বেশ কিছুক্ষণ ভূ-পৃষ্ঠে স্তুপাকারে থাকে। ফলে এসিড ভূমির উল্লেখযোগ্য ক্ষতিসাধণ করতে পারে। এছাড়াও এই এসিড তুষারপাতের বরফ গলে বিপুল পরিমাণে অম্লীয় পানি জলাশয়ে উন্মুক্ত হয়, যা পরিবেশ ও বাস্তুসংস্থান এর অপূরণীয় ক্ষতি করে থাকে।
Source: BBC Science Focus
ক্রেডিট: তৌফিক-ই-ইলাহী