বৃষ্টির পানি পুরোপুরি বিশুদ্ধ নয়। বায়ুমন্ডলে বিদ্যমান কার্বন ডাই-অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, সালফার ডাই-অক্সাইডের মতো গ্যাসগুলো বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক এসিড, নাইট্রিক এসিড, সালফিউরাস এসিড, সালফিউরিক এসিডের মতো অম্লধর্মী পদার্থগুলো উৎপন্ন করে থাকে। যেকারনে বৃষ্টির পানির ph মান স্বাভাবিক পানি থেকে কিছুটা কম হয়। বেশির ভাগ ক্ষেত্রেই বৃষ্টির পানির pH ৫.৬ এর সমান বা কম হয়ে থাকে। তবে ph মান যদি ৫ এর কম হয় তখন সেটাকে এসিড বৃষ্টি হিসেবে ধরা হয়। তাছাড়া বাতাসে বিদ্যমান অতি-সুক্ষ্ম ধুলিকনাও বৃষ্টি পানির সাথে মিশ্রিত হয়, যদিও এই পরিমানটা খুবই নগন্য।
Shah Reyajur Rahman Raj (টিম সায়েন্স বী)