একটি গাড়ি সমবেগে যাচ্ছে। তাহলে তার ত্বরণ শূণ্য। আর ত্বরণ শূণ্য হলে এর উপর প্রযুক্ত বলও শূণ্য। তাহলে শুধু শুধু তেল বা গ্যাস খরচ করে গাড়ির ইঞ্জিন চালানোর দরকার কি যদি এটি বল ছাড়াই চলতে পারে?
নিউটনের গতির দ্বিতীয় সূত্রানুসারে,
∑F=ma∑F=ma
যদি ত্বরণ a শূণ্য হয়, তবে ∑F=0∑F=0 এবং এখানেই লুকিয়ে রয়েছে আমাদের উত্তরটি। গাড়ির উপর বল কিন্তু একটি নয়। মানে শুধু যে ইঞ্জিনটি গাড়ির উপর বল প্রয়োগ করছে তা নয়। আরেকটি অদৃশ্য বল সবসময় কাজ করছে যা আমরা পদার্থবিজ্ঞানে গাণিতিক সমস্যা সমাধান করার সময় প্রায়ই এড়িয়ে যাই - ঘর্ষণ বল।
গাড়ি যখন সমবেগে গতিশীল থাকে তখনও তার উপর মূলত দুইটি ঘর্ষণ বল প্রযুক্ত থাকে - রাস্তার সাথে গতীয় ঘর্ষণ বল এবং বায়ুর প্রবাহী ঘর্ষণ বল। এ দুটি বল গতির বিপরীত দিকে কাজ করে থাকে। তাই,
∑F=Fengine−Ffriction∑F=Fengine−Ffriction
আপনি যদি গাড়িটিকে সমবেগে গতিশীল রাখতে চান অর্থাৎ ∑F=0∑F=0 রাখতে চান, তবে আপনাকে সর্বদাই FfrictionFfriction মানের সমপরিমাণ বল ইঞ্জিন দ্বারা তৈরী করতে হবে। ইঞ্জিন বন্ধ করে দিলে ঘর্ষণ বল আপনার গাড়ির গতিকে কমিয়ে দিয়ে একসময় একে থামিয়ে দিবে।
Sabbir