যখন দুটি প্রজাতিভুক্ত জীব ঘনিষ্ঠভাবে সহাবস্থানের ফলে পরস্পরের কাছ থেকে উপকৃত হয়, তখন এ ধরনের সাহচর্যকে মিথােজীবিতা বলে।
এ অবস্থায় জীবদুটিকে মিথােজীবী (symbiont) বলা হয়। Chlorohydra viridissima নামক সবুজ হাইড্রা ও goochlorella নামক শৈবাল এর মধ্যে সম্পর্ক সুস্পষ্ট প্রতিফলিত হতে দেখা যায় । Zoochlorella বা সবুজ শৈবাল হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসে বাস করে। হাইড্রা অর্ধস্বচ্ছ প্রাণী হওয়ায় এ শৈবালের অন্তঃস্থ উপস্থিতি Chlorohydra কে সবুজ বর্ণ প্রদান করে এবং এজন্য হাইড্রাটিও বাইরে থেকে সবুজ দেখায়। ফলে এরা পরস্পরের কাছ থেকে উপকৃত হয়।