হাইড্রা হল একধরনের সরু, নলাকৃতি, অমেরুদণ্ডী, এবং সর্বোপরি খুবই প্রাথমিক স্তরের জলজ প্রাণী। এদের মস্তকে ছয় থেকে আটটি কর্শিকা রয়েছে, যা দিয়ে এরা জলের কীটপতঙ্গ ও অন্যান্য শিকার ধরে থাকে। এটি আকারে খুবই ছোট হয় (১০ মিলিমিটার দৈর্ঘ্য)।
এইসব প্রাথমিক প্রাণীগুলো সাধারণত অযৌন জনন পদ্ধতিতে বংশবিস্তার করে (অর্থাৎ যেখানে শুক্রাণু ও ডিম্বাণুর মিলন ঘটে না; দেহ কোষ বিভাজন এর মাধ্যমে কিংবা খণ্ডিত দেহাংশ থেকে নতুন প্রাণীর জন্ম হয়)। হাইড্রা র দেহেও এই ধরনের স্টেম সেল বর্তমান, যা থেকে নতুন কোষ তথা নতুন প্রাণীর জন্ম হতে পারে। এই স্টেম সেল সাধারণত বিনষ্ট হয় না এবং এগুলি দ্রুত গতিতে বিভাজন হওয়ার ক্ষমতা রাখে।
ফলস্বরূপ, হাইড্রা র দেহের কোনো কোষ ই সেই অর্থে বিনষ্ট হয় না, বরং পুনর্জীবন লাভ করে। তাই এদের অমর বলা হয়ে থাকে।
// তথ্যসূত্র - এই আর্টিকেল টি পড়ুন বিশদে জানার জন্য Hail the Hydra, an Animal That May Be Immortal //
লিখেছেন সার্থক বসাক