Nishat Tasnim-
আবেগ কে আসলে সংজ্ঞায়িত করা একটু কঠিন । কারন আবেগকে অনেকে অনুভূতির সমার্থক হিসেবেই ধরে নেয় । যদিও অনুভূতি শারিরীক বা মানসিক দুই প্রকারই হতে পারে । তবে আবেগ হল মূলতঃ মানসিক অবস্থা । এটা এমন একটি মানসিক অবস্থা যা স্বতঃস্ফূর্তভাবেই উদ্ভূত হয় কিন্তু সচেতন উদ্যম থেকে তা কখনোই আসেনা । তবে এর সাথে মাঝে মাঝে শারিরীক পরিবর্তনও প্রকাশ পায় । সেক্ষেত্রে আবেগকে বলা যায় অণুভূতির একটি উৎস ।
শারীরিক ভাবো বলতে গেলে মসৃন পেশী এবং বিভিন্ন গ্রন্থির কারনে শরীরের অন্তর্নিহিত পরিবর্তনই হল আবেগ । সামগ্রিকভাবে, চেতনার যে অংশ অনুভূতি বা সংবেদনশীলতার সাথে সরাসরি সম্পৃক্ত থাকে তাকে আবেগ বলা যায় । শরীরের বিভিন্ন গ্রন্থি থেকে নিঃসৃত রাসায়ানিক উপাদানগুলো বিভিন্ন আবেগ বা অনুভূতির সময় সক্রিয় হয় এবং তা রক্ত, স্নায়ুতন্ত্র এবং অন্যান্য তন্ত্রের মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়ে ।
মস্তিষ্ক আমাদের শরীরের সবচেয়ে জটিল একটি অঙ্গ যা আমাদের সকল আবেগ বা অনুভূতির কেন্দ্রস্থল হিসেবে কাজ করে । যদিও সবসময় মনে হয় আমাদের সব আবেগ বা অনুভূতি থাকে বুকের বামপাশে । মস্তিষ্কের বিভিন্ন অংশের জন্য বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন আবেগ বা অনুভূতির সৃষ্টি হয় । কাউকে দৃষ্টিকটু অথবা ভালবাসার চোখে একটু আলাদাভাবে দেখতে গেলে চোখের পিউপিল এবং লেন্সের মধ্যে প্রয়োজনীয় পরিবর্তন ঘটানোর কাজ নিয়ন্ত্রন করে মধ্যমস্তিষ্কের কর্পোরা কোয়াড্রিজেমিনা ।
©রিয়েল লাইফ স্টোরি