সবসময় ভাসে না। কেবল এবং কেবলমাত্র তখনই ভাসে যখন সূচ পানির একদম সমান্তরালে রাখা সম্ভব হয়। পৃষ্ঠটানের জন্যই ভাসে। সূচকে রাখা হলে সূচের থিক্নেস খুব ছোট হওয়ায় এতে ক্যাপিলারি ইফেক্ট যাকে বলে কৈশিকতা এই ধর্মের জন্য পানির সাথে সূচের পৃষ্ঠের বল বেশি হয়। যেকারণে পানির উপর সেটা ডুবন্ত অবস্থায় ভেসে থাকে। ভাসা অবস্থায় একটু নাড়া দিলেই ডুবে যাবে।