মানুষের শরীরের ৭০ শতাংশই পানি! অর্থাৎ কারও ওজন ১০০ কেজি হলে, ৭০ কেজিই জল! শরীর থেকে প্রায় ১ লিটারের মত পানি বেরিয়ে গেলে পিপাসা লাগবে, তবে সর্দিতে এতটা পানি বের হয় না, তাই পিপাসা লাগে না।
সর্দি সাধারণত ভাইরাস ঘটিত রোগ, যে ভাইরাসগুলো মানুষের নাকে বসবাস করে, এই ভাইরাসগুলোকে শরীর নাকের মধ্যেই আটকে রাখে, এখন ঠান্ডা আবহাওয়ায় নাক ও তার আশেপাশে রক্ত চলাচল কমে যায়, কারণ ঠান্ডায় শিরাগুলো সংকুচিত হয়, এই সুযোগে ভাইরাস নাকের অনেক ভেতরে চলে আাসে, তখন আমাদের শরীর অতিরিক্ত জল বের করে ভাইরাসগুলো ধুয়ে বের করে দেয়।