Ismot Jahan-
সমুদ্রের পানি গাঢ় নীল বর্ণের হয়ে চিকচিক করছে! এমন দৃশ্য ভেবেছেন কখনো? ভাবনার বাইরে গিয়ে বিশ্বে কত অদ্ভুত ঘটনাই না ঘটছে!
হ্যাঁ! হঠাৎ করেই দেখা যায় সমুদ্রের কিনারের ঢেউয়ের সাথে আসা পানি নীল বর্ণ ধারণ করে। যা রাতের আঁধারে গ্লিটারের মত চকচক করে।
এই নীল রঙের ঢেউয়ের কারণ বায়োলুমিনেসেন্স(Bioluminescence)। জীব দেহ হতে স্বতঃস্ফূর্তভাবে আলো নিঃসৃত হওয়ার ঘটনাকে বায়োলুমিনিসেন্স (Bioluminescence) বা জীব দ্যুতি বলে। অথবা,যে পদ্ধতিতে কিছু জীব রাসায়নিক শক্তিকে আলোক শক্তিতে রুপান্তরিত করে। অর্থাৎ আলোক নির্গমনকারী জীবের জন্যই এই নীল ঢেউয়ের উৎপত্তি। এই ঘটনাকে বলে সি টিংকল(Sea Tinkle)।
নক্টিলুকা(Noctiluca algae) নামক এক ধরণের শৈবাল। প্রতিকূল পরিবেশ সৃষ্টি হলেই এমন নীল রঙ উৎপন্ন করে এই শৈবাল। এদের দেহে উপস্থিত লুসিফেরাস (Luciferase) নামক উৎসেচক অক্সিজেনের সাথে বিক্রিয়ার ফলে উৎপন্ন হয় এই নীল রঙ। এইজন্যই সমুদ্রে এত সুন্দর ঢেউ এর দেখা মেলেছে।
কিছুদিন আগে চেন্নাইয়ের একটি সমুদ্রে এমন ঘটনা ঘটেছিল।
#Zaima