কাগজ-চাপার কাচের ভিতর প্রবিষ্ট আলােক রশ্মিগুলির মধ্যে যে সকল আলােক রশ্মি কাঁচ ও বায়ুর মধ্যকার সংকট কোণ অপেক্ষা বেশি কোণে কাঁচ ও বুদবুদের বায়ুর বিভেদ তলের উপর আপতিত হয়। সেই সকল রশ্মির পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। প্রতিসৃত রশ্মি অপেক্ষা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলিত রশ্মিতে আলােকের পরিমাণ বেশি থাকে বলিয়া ঐ রশ্মিগুলি চোখে পড়িলে বুদবুদটি উজ্জ্বল দেখায়।