Christopher Prometheus Rivhu-
এটা এক প্রকার ট্র্যাডিশন। এধরণের ফ্ল্যাগকে বলে chequered flag (or checkered flag)। সাধারণত এটি দেখতে দাবার বোর্ডের মত হয় এবং কোন রেসের ফিনিশ নির্দেশ করে। এরকম কালার প্যাটার্ন হওয়ার পেছনে কারণটা হল রেসারদের ভিসিবিলিটি। তবে এই ফ্ল্যাগ যে শুধু সাদা কালো হয় এমন নয়, NASCAR তাদের রেসে সবুজ সাদা প্যাটার্ন ব্যবহার করে।