ডালিমে ট্যানিক অ্যাসিড থাকে যা কালো দাগ সৃষ্টি করে। তাই ডালিমের রস হতে লাগল নখ কালো হয়ে যায়। এমনকি চা তে থাকা ট্যানিক অ্যাসিড থাকার কারণেই অধিক সময় রেখে দিলে চায়ের কাপে দাগ দেখা যায়। ট্যানিক অ্যাসিড রঙের এজেন্ট হিসাবে ব্যবহৃত হয় যেমন চামড়ার ট্যানিং এবং কালি তৈরিতে।
হাত থেকে এই দাগ দূর করবেন যেভাবে:
হাতে লেবুর রস নিয়ে তারপর কিছুটা লবণ দিয়ে ছিটিয়ে একসাথে ঘষুন।কিছুক্ষন রেখে সাবান এবং পানি দিয়ে আপনার হাত ধুয়ে ফেলুন।
সোর্স: ncbi