Nishat Tasnim-
চোখ খোলা রেখে ঘুমানোকে Nocturnal Lagophthalmos বলে। সাধারণত মুখের পক্ষাঘাতের জন্য এবং চোখের পাতায় অরবিকুলার পেশীর জন্য এমন হতে পারে। চোখের পাতা আমাদের চোখকে ভিজিয়ে রাখতে সাহায্য করে। ঘুমের সময় চোখের পাতা বন্ধ না হলে তার জন্য চোখ শুকিয়ে যাওয়া, চোখ লাল হওয়া, চোখে জ্বালাপোড়া, অন্ধত্ব ইত্যাদি হতে পারে। এই সমস্যা থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে।