Anamika Sultana Sayida-
চোখের পাতা কয়েকবার বন্ধ হয়ে আসা স্বাভাবিক কিন্তু সারাদিন ঘন ঘন হলে সেইটা চোখের সমস্যার জন্য হয়ে দ্বায়ী হবে।
পড়ার সময় বা কিছু মুখস্থ বলার সময় চোখের পাতা বন্ধ হয়ে আসা স্বাভাবিক। একটানা বইয়ের পাতার দিকে তাকিয়ে থাকলে চোখের ক্লান্তি আসে। চোখ কয়েকবার বন্ধ করলে চোখের ক্লান্তি দূর হয়।
আবার চোখের শুষ্কতা রোধের চোখের পাতা আপনাআপনি বন্ধ হয়ে যায়। কয়েকবার চোখ পিটপিট করলে চোখের শুষ্কতা দূর হয়।
তাছাড়া পড়ার সময় আমাদের স্ট্রেস বা ক্লান্তি আসে। তখন চোখ পিটপিট করলে অনেকটা স্বস্তি বোধ হয়।
আলোর সংবেদনশীলতার জন্যও চোখের পাতা বন্ধ হয়ে যায়।
তাই পড়া বা মুখস্থ কিছু বলার সময় চোখ পিটপিট করলে সেইটা নিয়ে ভয়ের কিছু নেই বরং এইটা উপকারী ।
কিন্তু দিনের সব সময় দীর্ঘমেয়াদী চোখ পিটপিট করা চোখের রোগের লক্ষণ।