Nishat Tasnim-
ডিমে সাধারণত একটি কুসুম থাকে। মাঝে মাঝে জোড়া কুসুম বা একটি ডিমে দুটি কুসুমও দেখা যায়। বিশেষজ্ঞদের মতে, মুরগির একটি ডিমে দুটি কুসুম পাওয়ার ঘটনা খুবই বিরল। ০.১ শতাংশ ক্ষেত্রে এমনটি হতে দেখা যায়। অর্থাৎ, প্রতি ১০০০ ডিমে একটি ডিমে এমন হয়। হাঁস- মুরগীটির ডিম্বাশনে কোনও অস্বাভাবিকতা বা ovulation cycle এর সময় দুটি কুসুম উৎপন্ন হওয়ার কারণেই এমনটা হতে পারে। এমন ডিম থেকে সাধারণত twin chicken হতে পারে। তবে এটি অনেক বিরল ঘটনা।