প্রত্যেক পড়ুয়া শিক্ষার্থীদেরই এই সমস্যা নতুন নয়।
আপনি যেহেতু ইন্সট্যান্ট রেহাই পাওয়ার উপায় জানতে চেয়েছেন,তাহলে নিচের উত্তর আপনার জন্যই অপেক্ষা করছে।
ঘুমের চরম শত্রু কে জানেন..? ❝ক্যাফেইন❞
কফিতে থাকে ক্যাফেইন, ট্যানিন। চায়ে থাকে ক্যাফেইন, ট্যানিন এবং ক্যাটেচিন। ক্যাফেইন হলো উত্তেজক উপাদান। চা পাতায় ৩.৫ এবং কফিতে থাকে ০.৮-২.২ শতাংশ ক্যাফেইন থাকে। এখানে মজার বিষয়, এক কাপ চা তৈরিতে অল্প পরিমাণ চা পাতি লাগে, পক্ষান্তরে এক কাপ কফি তৈরিতে কফির পরিমাণ বেশি থাকে। তাই বলা হয়, কফিতে ক্যাফেইন বেশি। ক্যাফেইন শরীরে প্রবেশ করার সাথে সাথেই দেখবেন আপনার মস্তিষ্ক পুনরায় জীবন পাওয়ার মতো নাইট্রোপ্যাক পাবে। এছাড়াও নিচের লিংকের ভিডিওটিও ফলো করতে পারেন...