পরীক্ষাগারে পরীক্ষণে বিজ্ঞানীরা ছোটখাটো বস্তুকে শব্দতরঙ্গ দিয়ে স্থানান্তর করতে পেরেছেন তবে মনে রাখতে হবে তরঙ্গ দিয়ে কোনোকিছু স্থানান্তরের জন্য প্রথম শর্ত হল প্রযুক্ত বল।
শব্দতরঙ্গ খুব ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের তরঙ্গসমূহের সমাহার। এর থেকে সৃষ্ট ঘাতের প্রযুক্ত বল ছোটখাটো কিছুকে নাড়াতে পারে বটে কিন্তু গোটা মানুষকে নয়।
আপনি বলতে পারেন বরঞ্চ তরঙ্গ দিয়ে কোনোকিছুকে নাড়ানো বা ছিটকে ফেলা যায় কিনা। হ্যা তা যায়। ঘাত তরঙ্গ যথেষ্ট শক্তিশালী হলে তা বড়সর অনেককিছুকেই এক নিমেষে ছিটকে বহুদুর ফেলতে পারে। এই ঘাত তরঙ্গ আর শব্দতরঙ্গের বড় পার্থক্য হল এদের তরঙ্গের ধরণ, বিন্যাস ও গতি । তাছাড়া মার্ভেল সিনেমাটিক এর ছবিগুলো মূলত সায়েন্স ফিকশন না, বলা চলে অধিকাংশই সায়েন্স ফ্যান্টাসি। এই দূইয়ের মধ্যে একটা বড় পার্থক্য হল সায়েন্স ফিকশনে সায়েন্টিফিক টার্ম নিয়ে তুলনামুলক বিস্তুর আলোচনা থাকে, পক্ষান্তরে সায়েন্স ফ্যান্টাসিতে দেখা যায় স্রেফ কিছু বৈজ্ঞানিক তত্ব ও ফ্যাক্ট এর নাম উল্লেখ করেই বাকি কাহিনী চালিয়ে দেয়া হয়।
Shahed Raiyan