১ নিউটন বল সমান কতটুকু তা যদি ফীল করতে চান, তাহলে একটি এক্সপেরিমেন্ট করতে পারেন। আপনি ১০০ গ্রাম ভরের যেকোন বস্তু নিন, হতে পারে সেটা কোন মশলার প্যাকেট বা অন্য যে কোন কিছু। তারপর সেটা আপনার হাতের উপরে ধরে রাখুন, আপনি যেটুকু ওজন বল অনুভব করবেন, সেটাই মোটামুটি ১ নিউটন বল! আসুন ম্যাথমেটিক্যাল প্রুফ দেখি:
W = mg
এখানে, m = 100 gm = 0.1 kg এবং g = 9.8 m/s^2
তাহলে, W = 0.1 × 9.8 = 0.98 N ≈ 1 N
[আইডিয়াটা চমক হাসানের 'গণিতের রঙ্গে হাসিখুশি গণিত' বই থেকে নেওয়া]