কারণ সমুদ্রই তখন অক্সিজেনের উৎস। পৃথিবীর বায়ুমন্ডলের ৫০-৮০% অক্সিজেন আসে, সাগরের ফাইটোপ্লাংকটন এর সালোকসংশ্লেষণের সময় উপজাত হিসেবে উৎপন্ন অক্সিজেন থেকে। Prochlorococcus একটি নির্দিষ্ট প্রজাতি যেটি সবচেয়ে ছোট সালোকসংশ্লেষণকারী জীব, এটি বায়ুমণ্ডলের প্রায় ২০% অক্সিজেন উৎপন্ন করে।বাকি অংশ অন্যান্য উদ্ভিদ থেকে সালোকসংশ্লেষণের সময় উৎপন্ন অক্সিজেন থেকে আসে।
©সাবের মাহমুদ