বেগ(velocity) একটি ভেক্টর রাশি যার মান ও অভিমুখ দুই বর্তমান। তাই, সমবেগে চলার অর্থ হলো বেগের মান ও অভিমুখ সর্বদা একই থাকবে।
বৃত্তাকার পথে চলাকালীন কোনো বস্তুর গতির অভিমুখ হলো ওই বস্তুটি পথের যে বিন্দুতে আছে সেই বিন্দুতে অঙ্কিত স্পর্শক (tangent) এর দিক বরাবর। এখন বস্তুটির বৃত্তাকার পথে চলাকালীন তার অবস্থার প্রতিমুহূর্তে পরিবর্তনের সাথে সাথে স্পর্শক এর অভিমুখের পরিবর্তন ঘটবে। যেহেতু স্পর্শকের অভিমুখ গতিবেগের অভিমুখ নির্দেশ করে, তাই স্পর্শকের অভিমুখ পরিবর্তন এর সাথে সাথে গতিবেগর অভিমুখও পরিবর্তিত হবে। গতিবেগ ভেক্টর রাশি তাই অভিমুখ পরিবর্তিত হওয়ার অর্থ "গতিবেগ" নামক ভেক্টর রাশিটির পরিবর্তিত হওয়া। তাই, বস্তুটির সমবেগে থাকা সম্ভব নয়। তবে, বস্তুটি যদি অভিকেন্দ্র বলের অধীনে গতিশীল হয় তাহলে বস্তুটির গতিবেগের মানের কোনো পরিবর্তন হয় না ঠিকই কিন্তু পূর্বে উল্লিখিত কারণের জন্য গতিবেগের অভিমুখ প্রতিমুহূর্তে পতিবর্তীত হয়। বেগ পরিবর্তিত হচ্ছে তাই এখানে একটি ত্বরণ কাজ করে যা বস্তুর কেন্দ্র অভিমুখী, এটি অভিকেন্দ্র ত্বরণ নামে পরিচিত।