মাধ্যাকর্ষণ বা অভিকর্ষ সকল বস্তুর উপরেই কার্যকর। এটি এর সীমার মধ্যে সর্বদাই কার্যকর থাকে। অপেক্ষাকৃত ঘন বস্তুগুলোকে বেশি বল দ্বারা আকর্ষণ করে বলে সেগুলো পৃথিবীর কাছাকাছি থাকে। কোন বস্তু তার থেকে বেশি ঘনত্ববিশিষ্ট বস্তু অপেক্ষা উপরে থাকে।
আর সাধারণত আমাদের হাতের কাছের ছোট বস্তুগুলো অভিকর্ষের কারণে পৃথিবীপৃষ্ঠের সাথে লেগে থাকে, যা বস্তুগুলোর মাঝের মহাকর্ষ বল থেকে অনেক বেশি। তাছাড়া, এখানে ঘর্ষণেরও ভূমিকা রয়েছে।
একবালতি জলে দুটি বা তারও বেশি বস্তু ( ভাসবে এমন) ছেড়ে দিয়ে হাত দিয়ে নাড়লে কিছুক্ষণ পরে দেখা যাবে, বস্তুগুলো একসাথে জড়ো হয়ে ভাসছে।