উপর থেকে পড়ার সময় যে গতিশক্তি কোন বস্তুর ভেতর থাকে, তা মাটিতে ধাক্কা দেওয়ার সাথে সাথেই শব্দশক্তি আর তাপশক্তিতে রূপান্তরিত হয়। এই শব্দটিই আমরা শুনতে পাই।
কোন বস্তু উপর থেকে নিচে পড়ার সময় তার বেগ ত্বরান্বিত হয়। এই ত্বরণের মান ৯.৮m/s^2।
তাই, যত উপর থেকে ফেলা হবে, গতি তথা গতিশক্তিও তত বেশি হবে। আর তাই শব্দও হবে তত বেশি!