বিজ্ঞান অপ্রমাণিত কোন কিছু নিয়ে কাজ করে না। যেহেতু জ্বীন ভুতের কোন বিজ্ঞানসম্মত প্রমাণ আজো পাওয়া যায় নাই, তাই বিজ্ঞান জ্বীন নিয়ে আলোচনা করে না।
কালো জাদুকেও বিজ্ঞান ব্যাখ্যা করে না ঠিক একই কারণে। কালো জাদুর অস্তিত্বের পক্ষে কোন নীরিক্ষালব্ধ প্রমাণ এখনো পাওয়া যায় নাই। বিজ্ঞানীদের কাজও না অপ্রমাণিত ধারণা নিয়ে গবেষণা করা। কেউ যখন কোন কিছু আছে বলে দাবী করে তা প্রমাণের দায়িত্ব তার উপর বর্তায়। আমি যদি আজ দাবি করি ভুত আছে, একই সাথে আমি কাউকে বলি ভুত যে নাই তা প্রমাণ করে দেখাও, নাহলে আমার কথা মেনে নাও - তা এক ধরণের কুযুক্তির মধ্যে পড়ে যাকে Burden of Proof বলা হয়।