বেশিরভাগ ছাতা কালো রঙের হওয়ার কারণ:
বর্ষাকালে কালো ছাতা ব্যবহার করলে ছাতাটি অন্য রঙের ছাতাটি থেকে তাড়াতাড়ি শুকায়। কারণ কালো ছাতা অধিক তাপ শোষণ করে।
কিন্তু গ্রীষ্মকালে কালো ছাতা কেনো ব্যবহার করা হয় এই সম্পর্কে একটা খটকা থেকেই যাচ্ছে। গ্রীষ্মকালে কালো ছাতা ব্যবহার করার পক্ষে যেসব যুক্তি বাংলা বা ইংরেজি কোরায় আমার চোঁখে পড়লো তার সবগুলোর মধ্যেই খামতি আছে। পক্ষান্তরে গুগল করে একটা জায়গায় গাণিতিক প্রমাণসহ পেলাম যে গ্রীষ্মকালে কালো ছাতা ব্যবহার করার কোনো সুবিধা নেই। শুধুমাত্র ইংরেজদের দেখাদেখি আমরা কালো ছাতা ব্যবহার করছি। আর ইংরেজরা কালো ছাতা ব্যবহার করতো তাদের কালো স্যুট এর সাথে মিল রাখার জন্য।
কোনো পদার্থবিজ্ঞানের ব্যাক্তি যদি এই বিষয়ে গাণিতিক প্রমাণসহ ব্যাখ্যা দিতে পারেন তবে আশা করি আমার মতো অনেকের সংশয় দূর হবে।
সূত্র: কোরা