একটা পণ্যের বোতলের গায়ে শুধুমাত্র পরিমাণ নয়, আরও কয়েকটি জিনিস লেখা থাকলে, তবেই সেই মোড়কের গায়ে b লেখা যাবে। যে কয়টি জিনিস লেখা বাধ্যতামূলক-
1. উৎপাদনের তারিখ।
2. মেয়াদ শেষের তারিখ।
3. ব্যবহৃত উপাদানের নাম ও পরিমাণ।
4. প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা।
5. সর্বাধিক খুচরা মূল্য।
6. নীট পরিমাণ।
আমদানির ক্ষেত্রে আমদানীকারকের নাম ও ঠিকানা লেখা আবশ্যক।
এই সমস্ত তথ্য দেখে ভোক্তারা দাম, মেয়াদের তারিখ, পরিমাণ ইত্যাদি সম্পর্কে অবহিত হন এবং প্রয়োজনমতো ব্যবস্থাদি নিতে পারেন।
মোড়কে লেখাগুলো সঠিক মনে হলে তবেই BSTI সেই পণ্যের উপর ছাড়পত্র দেবে। যদি তথ্য অসত্য থাকে, তাহলে উৎপাদক বা আমদানীকারকের উপর এক লক্ষ টাকা জরিমানা ও 10 বছরের কারাদণ্ড ধার্য করা হবে। এই জরিমানার পরিমাণ বাংলাদেশ সরকার 2018 সালে ধার্য করেন।
b লেখার অর্থ, উপরের ছয়টি শর্ত মানার পর সরকারী অনুমতিপ্রাপ্ত লাইসেন্স। এই b থাকার অর্থ সরকার সমস্ত পরীক্ষার পর বাজারীকরণের অনুমতি দিয়েছে।