বোতলের গায়ে kg লেখার পর b লেখা থাকে কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+15 টি ভোট
56,971 বার দেখা হয়েছে
"বিবিধ" বিভাগে করেছেন (39,270 পয়েন্ট)

5 উত্তর

+3 টি ভোট
করেছেন (12,550 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর
একটা পণ্যের বোতলের গায়ে শুধুমাত্র পরিমাণ নয়, আরও কয়েকটি জিনিস লেখা থাকলে, তবেই সেই মোড়কের গায়ে b লেখা যাবে। যে কয়টি জিনিস লেখা বাধ্যতামূলক -

1. উৎপাদনের তারিখ।

2. মেয়াদ শেষের তারিখ।

3. ব্যবহৃত উপাদানের নাম ও পরিমাণ।

4. প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা।

5. সর্বাধিক খুচরা মূল্য।

6. নীট পরিমাণ।

আমদানির ক্ষেত্রে আমদানীকারকের নাম ও ঠিকানা লেখা আবশ্যক।

এই সমস্ত তথ্য দেখে ভোক্তারা দাম, মেয়াদের তারিখ, পরিমাণ ইত্যাদি সম্পর্কে অবহিত হন এবং প্রয়োজনমতো ব্যবস্থাদি নিতে পারবেন।

মোড়কে লেখাগুলো সঠিক মনে হলে তবেই BSTI সেই পণ্যের উপর ছাড়পত্র দেবে। যদি তথ্য অসত্য থাকে, তাহলে উৎপাদক বা আমদানীকারকের উপর এক লক্ষ টাকা জরিমানা ও 10 বছরের কারাদণ্ড ষার্য করা হবে। এই জরিমানার পরিমাণ বাংলাদেশ সরকার 2018 সালে ধার্য করেন।

b লেখার অর্থ, উপরের ছয়টি শর্ত মানার পর সরকারী অনুমতিপ্রাপ্ত লাইসেন্স। এই b থাকার অর্থ সরকার সমস্ত পরীক্ষার পর বাজারীকরণের অনুমতি দিয়েছে।
করেছেন (110 পয়েন্ট)
কিন্তু শুধু b ই কেন অন্যান্য ইংরেজি ্আলফাবেট দিয়েও তো লিখতে পারতো??
করেছেন (980 পয়েন্ট)
BSTI এর লাইসেন্স, তাই 'b' অন্য কোনো letter না।
+2 টি ভোট
করেছেন (39,270 পয়েন্ট)
সম্পাদিত করেছেন
প্যাকেটজাত পণ্য বিক্রি করার সময় ছয়টি তথ্য নিশ্চিত করতে হয় উৎপাদনকারীকে। মাননিয়ন্ত্রণকারী সংস্থা বিএসটিআই থেকে নির্ধারিত মোড়কের ছাড়পত্র নিয়ে সে মোড়কে পণ্য বিক্রি করতে হয়। ছয়টি তথ্য সঠিকভাবে লিপিবদ্ধ করলে সে মোড়কে b মার্ক ব্যবহারের সুযোগ দিচ্ছে বিএসটিআই। এই মার্ক দেখে ভোক্তা নিশ্চিত হতে পারেন পণ্যের প্যাকেটে লিপিবদ্ধ তথ্যের সঠিকতা সম্পর্কে।

বিএসটিআই চট্টগ্রামের পরিচালক মো. সেলিম রেজা বলেন, b মার্ক পণ্যের মোড়কিকরণ লাইসেন্সের চিহ্ন। এর দ্বারা মোড়কটি বিএসটিআইয়ের অনুমোদনপ্রাপ্ত বুঝায়। b মার্ক ব্যবহার করতে হলে মোড়কের ছয়টি নির্দেশনা যথাযথভাবে পালন করতে হবে।

তিনি বলেন, মোড়কিকরণ আইনটি হয়েছে কিছুদিন হয়ে গেল। আমরা এটি বাস্তবায়ন করার চেষ্টায় আছি। আইন অনুযায়ী মোড়কিকরণে পণ্যের উৎপাদনের তারিখ, মেয়াদ শেষের তারিখ, ব্যবহৃত উপাদানের নাম ও পরিমাণ, প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা লিখতে হবে। আমদানিকৃত পণ্য হলে আমদানিকারকের নাম ও ঠিকানা থাকতে হবে। এসব তথ্য বাংলায় থাকতে হবে।

ওজন পরিমাপক ও মোড়কিকরণ আইন পাস হওয়ার পর গতবছর থেকে আইনটি বাস্তবায়নে মাঠে নামে বিএসটিআই। প্রতিটি পণ্যের মোড়ক নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। অনেক প্রতিষ্ঠান লেভেলিং ছাড়পত্র নিয়েছে। কিছু প্রতিষ্ঠান ছাড়পত্র নেওয়ার অপেক্ষায় আছে। মোড়ক নিবন্ধনের সময় প্রধানত ছয়টি তথ্য নিশ্চিত করতে হয়। পণ্যের উৎপাদনের তারিখ, মেয়াদ শেষের তারিখ, ব্যবহৃত উপদানের নাম ও পরিমাণ, প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা লিখতে হবে। এসব তথ্য অবশ্যই বাংলায় লিখা থাকতে হবে। তবে বাংলার পাশাপাশি অন্য ভাষাও ব্যবহার করা যাবে। বিদেশি পণ্য এনে বিক্রি করার ক্ষেত্রে আমদানিকারকের নাম ও ঠিকানা লিখা বাধ্যতামূলক করা হয়েছে। পণ্যের মোড়কে এসব তথ্য স্পষ্টভাবে থাকতে হবে, যাতে ক্রেতা পণ্যের ব্যাপারে সঠিক তথ্য পান। আইন অনুযায়ী সবগুলো নিয়ম পালন করলে বিএসটিআই সে পণ্যের মোড়কে b চিহ্ন ব্যবহারের ছাড়পত্র দেয়। b চিহ্ন দ্বারা পণ্যটি সম্পর্কে ভোক্তা স্পষ্ট ধারণা পায়।

তিনি বলেন, আইন অনুযায়ী, মোড়কে কি কি উপাদান আছে সেটা বাংলায় লিখতে হবে। পণ্যের উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, উপাদানের বিবরণ, প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা থাকতে হবে। বিএসটিআই থেকে ছাড়পত্র নিয়ে পণ্যের লেভেলিং করতে হবে। b মার্ক থাকা প্রতিটি মোড়কে নির্ধারিত ছয়টি তথ্য নিশ্চিত করা হয়। এই মার্ক দ্বারা পণ্যের মোড়কের তথ্যের সঠিকতা বুঝাবে।

জানা যায়, ওজন পরিমাপক ও মোড়কিকরণ আইন পাস হয় ২০০৭ সালে। তবে আইনে মোড়কিকরণ বা লেভেলিংয়ের জরিমানার কোনো বিধান ছিলো না। ২০১২ সালে একই আইনের সংশোধনী আনা হয়। তখনও মোড়কিকরণে কোনো জরিমানা আরোপ করা হয়নি। ২০১৮ সালে এসে ওজন পরিমাপ আইনে জরিমানার ধারা অর্ন্তভুক্ত করা হয়। প্যাকেটজাত পণ্যের মোড়কিকরণ করা না হলে এক লক্ষ টাকা জরিমানা ও দশ বছরের কারাদন্ডের বিধান রাখা হয়। এরপর থেকে মাঠে নামে বিএসটিআই। প্যাকেটজাত পণ্যের মোড়কিকরণের জন্য ছাড়পত্র নেওয়ার বিধান আরোপ করে সংস্থাটি।

@copy:যুগান্তর
+1 টি ভোট
করেছেন (200 পয়েন্ট)
b দ্বারা Balanced বোঝানো হয়েছে। এটা সব বোতলেই লেখা থাকে। ১০০০ মিলি b বলতে ১০০০ মিলি Balanced বোঝানো হয়েছে ।
0 টি ভোট
করেছেন (4,150 পয়েন্ট)
একটা পণ্যের বোতলের গায়ে শুধুমাত্র পরিমাণ নয়, আরও কয়েকটি জিনিস লেখা থাকলে, তবেই সেই মোড়কের গায়ে b লেখা যাবে। যে কয়টি জিনিস লেখা বাধ্যতামূলক -

1. উৎপাদনের তারিখ।

2. মেয়াদ শেষের তারিখ।

3. ব্যবহৃত উপাদানের নাম ও পরিমাণ।

4. প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা।

5. সর্বাধিক খুচরা মূল্য।

6. নীট পরিমাণ।

আমদানির ক্ষেত্রে আমদানীকারকের নাম ও ঠিকানা লেখা আবশ্যক।

এই সমস্ত তথ্য দেখে ভোক্তারা দাম, মেয়াদের তারিখ, পরিমাণ ইত্যাদি সম্পর্কে অবহিত হন এবং প্রয়োজনমতো ব্যবস্থাদি নিতে পারবেন।

মোড়কে লেখাগুলো সঠিক মনে হলে তবেই BSTI সেই পণ্যের উপর ছাড়পত্র দেবে। যদি তথ্য অসত্য থাকে, তাহলে উৎপাদক বা আমদানীকারকের উপর এক লক্ষ টাকা জরিমানা ও 10 বছরের কারাদণ্ড ষার্য করা হবে। এই জরিমানার পরিমাণ বাংলাদেশ সরকার 2018 সালে ধার্য করেন।

b লেখার অর্থ, উপরের ছয়টি শর্ত মানার পর সরকারী অনুমতিপ্রাপ্ত লাইসেন্স। এই b থাকার অর্থ সরকার সমস্ত পরীক্ষার পর বাজারীকরণের অনুমতি দিয়েছে।
0 টি ভোট
করেছেন (5,380 পয়েন্ট)
বোতলে kg এর পাশে b লেখা মূলত পণ্যটির অনুমতিপুত্র দেয়া হয়েছে তা বোঝায়।নিম্নলিখিত বিষয়গুলি থাকলে b লেখা থাকে ।

1. পণ্যের মেয়াদ উত্তীর্ণের তারিখ

2.পন্য উৎপাদনের তারিখ

3.পন্য উৎপাদনে ব্যবহৃত উপকরণ ও তার পরিমাণ

4.নেট পরিমান

5.পণ্যের মূল্য

6.পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
3 টি উত্তর 713 বার দেখা হয়েছে
29 মার্চ 2023 "সৃজনশীলতা" বিভাগে জিজ্ঞাসা করেছেন MDRAIHAN02 (250 পয়েন্ট)
+1 টি ভোট
2 টি উত্তর 807 বার দেখা হয়েছে
28 অক্টোবর 2021 "পদার্থবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Anupom (15,280 পয়েন্ট)
+10 টি ভোট
4 টি উত্তর 2,927 বার দেখা হয়েছে
0 টি ভোট
2 টি উত্তর 7,481 বার দেখা হয়েছে
18 মে 2022 "প্রযুক্তি" বিভাগে জিজ্ঞাসা করেছেন Tabin (120 পয়েন্ট)

10,807 টি প্রশ্ন

18,512 টি উত্তর

4,744 টি মন্তব্য

517,068 জন সদস্য

103 জন অনলাইনে রয়েছে
23 জন সদস্য এবং 80 জন গেস্ট অনলাইনে
  1. আব্দুল্লাহ আল মাসুদ

    1280 পয়েন্ট

  2. Dibbo_Nath

    370 পয়েন্ট

  3. Fatema Tasnim

    340 পয়েন্ট

  4. _Polas

    160 পয়েন্ট

  5. Arnab1804

    140 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক শরীর রক্ত #ask আলো মোবাইল ক্ষতি চুল কী #science চিকিৎসা পদার্থবিজ্ঞান সূর্য প্রযুক্তি মাথা স্বাস্থ্য প্রাণী গণিত মহাকাশ বৈজ্ঞানিক পার্থক্য #biology এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম শীতকাল #জানতে ডিম চাঁদ কেন বৃষ্টি কারণ কাজ বিদ্যুৎ রাত রং শক্তি উপকারিতা সাপ লাল আগুন মনোবিজ্ঞান গাছ খাবার সাদা আবিষ্কার দুধ উপায় হাত মাছ মশা শব্দ ঠাণ্ডা ব্যাথা মস্তিষ্ক ভয় বাতাস স্বপ্ন তাপমাত্রা গ্রহ রসায়ন উদ্ভিদ কালো পা মন কি বিস্তারিত রঙ পাখি গ্যাস সমস্যা মেয়ে বৈশিষ্ট্য হলুদ বাংলাদেশ বাচ্চা সময় ব্যথা মৃত্যু চার্জ অক্সিজেন ভাইরাস আকাশ গতি কান্না দাঁত বিড়াল আম
...