ছাতাতে ছাতার বিশেষ উদ্দেশ্য পূরণের জন্য, এটি নাইলন তফেটার এর নীচে এক্রাইলিক প্রলেপ দিয়ে তৈরি করা হয় এবং ওপরে স্কচ-গার্ড টাইপ ফিনিস করা হয় যা হাইড্রোফোবিক( পানিকে শোষনের পরিবর্তে তার সার্পেস থেকে অপসারণ করে) । ফলে পানি ছাতার কাপড় ভেদ করে আমাদের ভিজিয়ে দিতে পারে না।
দ্বিতীয়ত, জলের ফোটা গোলাকার আকৃতির হয়ে থাকে। জলের ফোটা যখন ছাতার কাপড়ের ওপর পরে তা আরো ক্ষুদ্র ফোটায় পরিনত হয় কিন্তু সংসক্তি বলের প্রভাবে ক্ষুদ্র ফোটার আকার বৃদ্ধি পায় যা ছাতার কাপড়ের সুতোগুলোর মধ্যবর্তী ফাকা জায়গার তুলনায় বড় আকারের হয়ে থাকে ফলে জলের ফোটা কাপড় ভেদ করতে পারে না।
১।নাইলন তফেটা ফ্যাব্রিক সিন্থেটিক নাইলন ফাইবারের তৈরি হালকা ওজনের আস্তরণের উপাদান। .সাধারণত জ্যাকেট এর আস্তরণের হিসাবে ব্যবহৃত হয়।
২। সংসক্তি হলো একটি পর্দাথের পরমানু/ অনুগুলোর মাঝে আর্কষন বল।