পানির পৃষ্ঠটানের জন্য ছাতার কাপড়ে ছিদ্র থাকা সত্বেও বৃষ্টির পানি ভেতরে প্রবেশ করে না। ছাতার উপর বৃষ্টির পানি পড়লে পানির পৃষ্ঠটানের জন্য পানি গোলাকার বিন্দুতে পরিণত হয় এবং কাপড়ের উপর দিয়ে গড়িয়ে পড়ে যায়। ফলে ছাতার কাপড় ভিজে ভেতরের পৃষ্ঠে পানি পৌছাতে পারেনা।