পানি খুব স্বচ্ছ বলে এর মধ্যে যখন সূর্যের আলো পড়ে তখন প্রায় সবগুলো রঙের রশ্মিই তার মধ্য দিয়ে পার হয়ে যায় বা প্রতিসরিত হয়, সামান্য নীল রশ্মি কিছুটা প্রতিফলিত হয়, যেটা আবার পানির পরিমাণ কম হলে ধরা পড়ে না৷ সেজন্যই পরিষ্কার পানির বলতে গেলে কোনো রং নেই, কারণ সূর্যের আলোর কোনো রং নেই৷ এই আলো আমাদের খালি চোখে দৃশ্যমান সব রঙের এমন একটি মিশ্রণ যাকে বলা হয় সাদা৷ ইংরেজিতে সাদার প্রতিশব্দ হলো হোয়াইট, যার প্রকৃত অর্থ উজ্জ্বল বা ঝকঝকে৷ পানি স্বচ্ছ বলে আলোর এই সাদা রংটি আমাদের চোখে ফিরিয়ে দিতে পারে না, তাই একে রংহীন মনে হয়৷ কিন্তু বরফ ঘন এবং আলোর প্রতিফলন ঘটায় খুব নিপুণভাবে৷ এর ওপর আলো পড়লে তার সবটুকুই প্রায় প্রতিফলিত হয়ে আমাদের চোখে ফিরে আসে এবং তাই একে ধবধবে সাদা রঙের দেখায়৷