প্রথম ছবিতে উদ্ভিদে যে ফেনা গুলো দেখতে পাচ্ছেন তা নিয়ে আমাদের মাঝে বিভিন্ন কথা প্রচলিত আছে। যার অনেকটাই কুঃসংস্কার।
কোথাও একে সাপের থুথু বা ফেনা বলে যা গায়ে লাগলে মারাত্মক ক্ষতি হবার আশংকা রয়েছে বলা হয়। কোথাও একে জ্বীনের থুথু বলে প্রচার করে এক অতিপ্রাকৃতিক বস্তুর অবতারনা করা হয়। কিন্তু আদতে এই ফেনা সেরকম কিছুই নয়৷ এটা মামুলী এক পোকা দ্বারা তৈরি ফেনা মাত্র । প্রাণিবিদ্যার ভাষায় আমরা একে ফ্রথ বলি। ছোট উদ্ভিদ বা ঘাসে এই ধরনের ফেনা বেশি দেখা যায়।
চিত্রের এরকম ফেনা উৎপাদনকারী পোকাটির নাম Spittlebugs বা Froghoppers যে Cercopoidea সুপার ফ্যামিলির সদস্য। এরা যখন ডিম দিবে তখন মা spittlebugs উদ্ভিদের সুবিধাজনক স্থানে এরকম ফেনা তৈরি করে সেখানে ডিম পাড়ে। বাচ্চা স্পিটেলবাগস ও নিম্ফ স্টেজের জন্য এই ফেনা প্রয়োজন। স্পিটলবাগসের উদর হতে নির্গত বাতাস, তার আঠাল তরল মিশ্রিত পাতলা মূত্রের মাধ্যমে এই বুদবুদ সদৃশ ফেনা তৈরি করে।
এই ফ্রথ বা ফেনা স্পিটলবাগস এর প্রজননে যেমন দরকারি তেমনি উপকারী এর প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে। পাখি,মাকড়সা,ভিমরুল সহ বিভিন্ন শিকারীর হাত থেকে এই ফেনার কারণে এরা রক্ষা পায়৷
আরও জানুনঃ https://www.thoughtco.com/what-are-spittlebugs-1968638
লেখাঃআফতাব উদ্দিন সুজন।