Anamika Sultana Sayida-
কাঁঠাল গাছ দোঁআশ,বেলে দোঁআশ ও কাকুরে মাটিতে ভালো জন্মে।কাঁঠাল চাষের জন্যে উঁচু বা মাঝারি উঁচু ও পানি জমে না এমন জমি নির্বাচন করতে হবে।কাঁঠালের চারার গোড়ায় পানি জমলে গাছে মূল পঁচে যায়।ফলে গাছে মারা যায়।
পেঁপে চাষের জন্যে উপযুক্ত মাটি হলো দোঁআশ বা বেলে মাটি।পেঁপে গাছের গোড়ায় যাতে পারি জমতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হয়।গাছের গোড়ায় পানি জমলে গাছে মূল পঁচে যায় ফলে গাছ মারা যায়।