বাঁশ আসলে ঘাস পরিবারের বৃহত্তম সদস্য। বাঁশ গাছ নয়। ঘাস পরিবারের বেশিরভাগ সদস্যের বৈশিষ্ট্য হচ্ছে এদের কান্ড ফাঁপা ও সংযোগস্থল নিরেট হয়। ফাঁপা হওয়ার সম্ভাব্য কারণ সময়ের সাথে ধীরে ধীরে ক্রমবিকাশ। বাঁশ ফাঁপা হওয়ার কারণে বাঁশ ও অন্যান্য ঘাস দ্রুত বাড়ে এবং নমনীয় থাকে। এমন কিছু বাঁশ প্রজাতি আছে যাদের কান্ড নিরেট বা প্রায় নিরেট। এদের এশিয়া ও দক্ষিণ আমেরিকাতে পাওয়া যায়।
ক্রেডিট : নিশাত তাসনিম