প্লাজমা মেমব্রেনে থাকা প্রোটন পাম্প, মেমব্রেনের ভিতর থেকে প্রোটন মেমব্রেনের বাহিরে নিয়ে আসে। প্রোটন ধনাত্মক চার্জ যুক্ত হবার কারণে, কোষের ভিতরের দিকে ধনাত্মক চার্জের পরিমাণ কমে যায়। চার্জের সমতা বজায় রাখার জন্য, অন্য একটি আয়ন বাহক দিয়ে কোষের ভিতরে ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়ন প্রবেশ করে। এই পদ্ধতিতে ঋনাত্মক আয়নের প্রবেশ সম্পর্কে জানা যায় না।