প্রশ্নটি ভালোভাবে বোঝা যাচ্ছে না। তবুও যা বুঝেছি তার ভিত্তিতে উত্তর দিচ্ছি।
নিউট্রন সংখ্যার ভিত্তিতে পরমাণুর আইসোটোপ নির্ধারিত হয়। এখন কোনো তেজস্ক্রিয় মৌলের পরমাণু থেকে নিউট্রন অলাদা করলে তার তেজস্ক্রিয়তার ধর্মেও পরিবর্তন আসবে। হয়তো মৌলটি আর তেজস্ক্রিয় থাকবে না কিংবা এর অর্ধায়ু বলতে কিছু থাকবে না।