একটি চমৎকার প্রশ্ন ।
একটি প্রোটন ২টি আপ কোয়ার্ক এবং একটি ডাউন কোয়ার্ক দিয়ে গঠিত । আপ কোয়ার্কের ভর ~2.2 MeV/c² এবং ডাউন কোয়ার্কের ভর ~4.7 MeV/c² । সে অনুসারে প্রোটনের ভর হওয়া উচিত ~9.1 MeV/c², তবে প্রোটনের ভর ~938 MeV/c² । প্রশ্ন উঠা স্বাভাবিক যে বাড়তি ভর কোথা থেকে আসছে।
প্রশ্নের উত্তর হলো আইনস্টাইনের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি থেকে আমরা জানি যে, বস্তুর গতিবেগ/শক্তি বৃদ্ধি পেলে ভরও বৃদ্ধি পায় ।
আমরা কোয়ার্কের ভর বলতে যেটা বোঝাই সেটা হলো তার স্থির অবস্থার ভর যাকে "Rest mass" বলা হয় । কোয়ার্কের ভেতর যে সবল নিউক্লিয় বল কাজ করে এদেরকে ধরে রাখে তা এদের মধ্যবর্তী শক্তি বৃদ্ধি করে। গ্লুয়ন নামক বোসন কণা কোয়ার্কের চারপাশে ঘুরতে থেকে এই নিউক্লিয় শক্তি সরবরাহ করে । কোয়ার্কের মধ্যবর্তী শক্তি এবং গ্লুয়নের শক্তি একত্রিত হয়ে যে শক্তি উৎপন্ন হয় তাই মূলত প্রোটনের শক্তি প্রায় ১০০ গুন বৃদ্ধি করে ।
আশা করি বোঝাতে পেরেছি । এই একই কারণেই কিন্তু ফোটনের ভর ০, তবে ভরবেগ ০ নয়, কেননা ফোটন সর্বদা গতিশীল থাকে।
সোর্স : Why the mass of proton is 100 times the mass of the the quarks?