এক কথায় পরমাণু ধ্বংস হয়ে যাবে।
পরমাণুর কেন্দ্রে থাকা প্রোটন আর নিউট্রন বেরিয়ে গেলে ইলেকট্রন ও আর কেন্দ্রমুখী নেগেটিভ-পজিটিভ চার্জের জন্য আকর্ষিত হবে না।ইলেকট্রনও তখন পরমাণু থেকে ছুটে যাবে।আর যেহেতু সৃষ্টির ধ্বংস হয় না তাই এই ধ্বংসকৃত পরমাণু শক্তির রূপ হিসেবে পরিবেশে ফিরে যাবে।